দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ড. ইউনূস। এতে বিশ্ববিদ্যালয়ের মান বাড়ানো, দুর্নীতি ও রাজনীতিমুক্ত শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা বলেন, দেশ গড়ার সুযোগ সর্বোচ্চ কাজে লাগাতে হবে, পাশাপাশি বাংলাদেশকে সম্মানিত রাষ্ট্রের মর্যাদায় গড়ে তোলার আহ্বান জানান তিনি।