দেশে এখন
0

সিরাজগঞ্জে মাইক্রোবাস-সিএনজির সংঘর্ষে সহোদরসহ ৬ জনের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইসহ ৬ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে কামারখন্দ উপজেলার কুটিরচর এসিআই ফুড কারখানার সামনের মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ঘড়ির কাঁটায় ১১টা ২০ মিনিট। সিরাজগঞ্জের ভদ্রঘাটের কুটির চর এলাকায় নলকাগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলেই প্রাণ হারান ভেতরে থাকা দুই ভাইসহ ৩ জন।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছায় কামারখন্দ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা। আহত ৩ জনকে উদ্ধার করে জেলার মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাৎক্ষণিকভাবে আরো দুই জনকে মৃত ঘোষণা করে। পরে সেখানে আরো একজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন জানান, 'সিএনজি আর হাইস মুখোমুখি সংঘর্ষে যখন বিকট শব্দ হয় তখন আমরা দৌড়াই আসি। তখন সাথে সাথে মারা যান তিনজন।'

তারা জানান, কয়েকমাস আগে রাস্তাটা করা হয়েছে। রাস্তাটার এক সাইড করা হয়েছে। যার এক সাইড উঁচু। যার ফলে ছোট গাড়ি, মাইক্রোবাস, সিএনজি এই রাস্তার গাড়ি ভুল সাইডে ঢুকায় ফেলে যার ফলে এই দুর্ঘটনা হয়। রাস্তায় ৩ জন এবং হাসপাতালে ৩ জন মারা গেছে। আমাদের একটাই দাবি এই রাস্তার সংস্কার চাই বলেও জানান আরেক প্রত্যক্ষদর্শী

মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানায় পুলিশ।

নিহতরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক নুরুজ্জামান (৫২), তার বড় ভাই মোহাম্মদ তারেক (৫৮), একই গ্রামের বাসিন্দা রেজাউল করিম (৪৮), তার বড় ভাই আব্দুল মজিদ (৫৫), জাহাঙ্গীর আলম (৫৮) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্ম বয়রা গ্রামের সিএনজি চালক রাশিদুল ইসলাম।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, রবিবার বেলা সোয়া ১১টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাটের কুটিরচর এলাকায় সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি সিএনজি অটোরিকশার সাথে সিরাজগঞ্জগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। আহত হন আরো ৩ জন সিএনজি যাত্রী। আহত ৩ জনকে উদ্ধার করে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়। নিহত সিএনজি চালক ছাড়া সকলের বাড়ি তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন মীর মো. মাহবুবুর রহমান।