ক্রিকেট
এখন মাঠে
0

পেসারদের স্বর্গরাজ্য পাকিস্তানে উল্টো দাপট দেখালেন টাইগাররা

বাংলাদেশ ঐতিহাসিক জয়ের পথে গড়ছে একের পর এক রেকর্ড। পেসারদের স্বর্গরাজ্য পাকিস্তানে উল্টো দাপট দেখালেন টাইগার পেসাররা। প্রথমবার এক ইনিংসের সবগুলো উইকেটই তুলে নেয়ার রেকর্ড গড়লেন হাসান মাহমুদ-নাহিদ রানারা।

রেকর্ড গড়ে পাকিস্তানকে ধবলধোলাই করলো বাংলাদেশ। বিদেশের মাটিতে ১৫ বছর পর প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। দলীয় অর্জনের পাশাপাশি মিরাজ-হাসান মাহমুদরা গড়েছেন ব্যক্তিগত মাইলফলকও।

কিছু দিন আগেও পাকিস্তানের মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জেতা অকল্পনীয়ই ছিল। তবে বদলে যাওয়া বাংলাদেশ সেই পাকিস্তানকেই এখন ধবলধোলাই করার অপেক্ষায়। তাও একেবারে রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে। নিজেদের মাটিতে প্রায় অজেয় পাকদের দম্ভ গুঁড়িয়ে দিচ্ছে টাইগাররা।

৭০ বছরের ইতিহাসে দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান। এর আগে ইংল্যান্ডের কাছে একবার ধবলধোলাইয়ের শিকার হয় ক্রিকেটের অন্যতম কুলীন দলটি।

দলীয় রেকর্ডে আছে ব্যাটারদের কীর্তিও। প্রথম ইনিংসের শুরুতে মহাবিপর্যয় সামাল দেন লিটন দাস ও মেহেদি মিরাজ। দলীয় ফিফটির নিচে ৬ উইকেটের পতনের পর দেড় শতাধিক রানের জুটি গড়ে উপহার দেন বিশ্বরেকর্ড। সঙ্গে দলকে দেন ঘুরে দাঁড়ানোর ভিত।

দ্বিতীয় ইনিংসে ওপেনারদের দাপট। সাদমান আর জাকিরের ৫৮ রানের জুটিতে ২০ মাস আর ১৬ ইনিংস পর, ওপেনিংয়ে ফিফটি জুটি পায় টাইগাররা। বোলারদের তোপের মুখে খাবি খাওয়ার দিনে জাকিরদের আগ্রাসী ব্যাটিং পথটা মসৃণ করে দেয়।

ব্যক্তিগত নৈপুন্যেও উজ্জ্বল অনেকে। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর ব্যাট হাতে মিরাজের দৃঢ় ফিফটিই সাহস জুগিয়েছে। টেস্ট ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট শিকার করা হাসান মাহমুদ এসেছেন আলোকবর্তিকা হয়ে। নাহিদ রানার গতি চমকে দিয়েছে স্বাগতিকদেরকে। ১৬ মাস পর টেস্ট সেঞ্চুরির দেখা পাওয়া লিটন দাসও জয়ের পথে অগ্রগামীদের দলে।

সবমিলিয়ে ১৫ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। তাও মাত্র দ্বিতীয়বার! ক্রিকেটের অভিজাত সংস্করণে ২৪ বছর পাড়ি দেয়া দলটার কাছে এটাও যে বিরাট ব্যাপার!

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর