আন্তর্জাতিক বাণিজ্য
অর্থনীতি
0

নব্বই হাজারের বেশি গাড়ি প্রত্যাহার করবে ফোর্ড

ইঞ্জিন ভালভে সমস্যা থাকায় বাজার থেকে ৯০ হাজার ৭৩৬টির বেশি গাড়ি প্রত্যাহার করে নেবে ফোর্ড। ভালভের সমস্যার কারণে গাড়ি চালানোর সময় অনেক সময় স্বয়ংক্রিয়ভাবে ব্রেক হয়ে যেত। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন (এনএইচটিএসএ) চলতি সপ্তাহে ফোর্ডের গাড়ি প্রত্যাহারের বিষয়ে জানায়।

প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে ২০২১-২০২২ ব্রংকো, এফ-১৫০, এজ, এক্সপ্লোরার, লিংকন নটিলাস ও  অ্যাভিয়েটর গাড়ির ওপর প্রভাব পড়বে। এসব গাড়িতে ২ দশমিক ৭ বা ৩ লিটারের ন্যানো ইকোবুস্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থা জানায়, এ সমস্যার সমাধানে ডিলাররা ইঞ্জিন সাইকেল টেস্ট করবে এবং প্রয়োজনে গাড়ির ইঞ্জিন পরিবর্তন করে দেবে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর