নাটোরে চার আসনে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

মনোনয়ন প্রত্যাহার ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা
মনোনয়ন প্রত্যাহার ফরম জমা দিচ্ছেন প্রার্থীরা | ছবি: এখন টিভি
0

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এখন পর্যন্ত নাটোরের চারটি আসনের মধ্যে জামায়াত মনোনীত প্রার্থীসহ মোট ৩জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসমা শাহীনের কাছে মনোনয়ন প্রত্যাহার ফরম জমা দেন তারা।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- নাটোর ৩ (সিংড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইদুর রহমান এবং খেলাফত মজলিসের প্রার্থী টিংকু সরদার। এই আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০দলীয় জোট থেকে এনসিপির জেলা সদস্য সচিব জার্জিস কাদিরকে প্রার্থী করায় জামায়াত ও খেলাফত মজলিস তাদের প্রার্থীর মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন।

আরও পড়ুন:

এর আগে নাটোর-২ আসনের বিএনপির ডামি প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আগামীকাল বেলা ১১টায় অবশিষ্ট প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবেন জেলা রিটার্নিং অফিসার।

ইএ