ব্যাংকপাড়া
অর্থনীতি
0

মার্কেন্টাইল ব্যাংকের নতুন চেয়ারম্যান আনোয়ারুল হক

মার্কেন্টাইল ব্যাংকের নতুন পর্ষদ সভায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল হক। আজ (রোববার, ১ সেপ্টেম্বর) তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। তবে পর্ষদের অনেকেই এতে আপত্তি জানিয়েছেন।

এর আগে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি এবং ব্যবসায়ী মোরশেদ আলম। সরকারের পট পরিবর্তনকে কারণ দেখিয়ে গত ২৮ আগস্ট তিনি পদত্যাগ করেন।

আওয়ামী লীগের আরেক নেতা আকরাম হোসেন হুমায়ুন ব্যাংকটির চেয়ারম্যান হওয়ার চেষ্টা করছেন। এমন পর্যায়ে পর্ষদের পরিচালনা পর্ষদের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক কে চেয়ারম্যান ঘোষণা করা হয়। গোপনে পর্ষদ সভা ডেকে চেয়ারম্যান নিয়োগের অভিযোগ তোলেন আরেক ভাইস চেয়ারম্যান আব্দুল হান্নান। তিনি বলেন, ‘কোন কিছুই জানানো হয় নি।’

এ বিষয়ে পর্ষদ সভার উপস্থিত সদস্যদের সাথে যোগোযোগ করলে এখন টেলিভিশনের প্রতিবেদকে তারা জানান, নিয়মমাফিক নিয়োগ হয়েছে। যেহেতু সাবেক চেয়ারম্যান মোরশেদ আলম পদত্যাগ করেছেন এবং মার্কেন্টাইল ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংকের পর্ষদ পুনর্গঠনের তালিকায় নেই, সেক্ষেত্রে নিজেরাই এটি সমাধান করেছেন বলে দাবি ব্যাংক কর্তৃপক্ষের।

tech