দেশে এখন
0

অকটেন-পেট্রোলের দাম কমলো ৬, ডিজেলে ১.২৫ টাকা

আগামীকাল থেকে নতুন দামে বিক্রি হবে সব ধরনের জ্বালানি তেল। নতুন মূল্য তালিকার তথ্যানুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমছে। আজ শনিবার (৩১ আগস্ট) রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

এদিন সকাল ১১টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রুপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম ১০৬.৭৫ টাকা থেকে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.২৫ টাকা, অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা এবং পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনও জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, নম্বর ২৮.০০.০০০০.০২৬.৩৫.১১৬.২৪.৭৯, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা’-এর আলোকে গত ৩০ জুন, ২০২৪ তারিখের নম্বর-২৮.০০.০০০০.০২৬.৩৫.১১৬.২৪.৫৯ প্রজ্ঞাপনমূলে ঘোষিত ডিজেল, কোরোসিন, অকটেন ও পেট্রোলের মূল্য এতদ্বারা নিম্নবর্ণিতভাবে পুনর্নির্ধারণ/সমন্বয় করা হলো।

আরো বলা হয়, ডিপোর প্রথম ৪০ কিলোমিটার এর অতিরিক্ত দূরত্বের ক্ষেত্রে সড়কপথে ট্যাংকলরীযোগে জ্বালানি তেল পরিবহণের ভাড়া এ বিভাগের গত ২৬ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের নম্বর ২৮.০০.০০০০.০২৬.৯৯.০০১.২২.৭১ প্রজ্ঞাপনমূলে নির্ধারিত হবে। সংশোধিত এ মূল্য হার ০১/০৯/২০২৪ তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর