সিলেট বিমানবন্দরে ১০৫টি বারসহ ১৬ কেজি স্বর্ণ জব্দ

দেশে এখন
অপরাধ ও আদালত
0

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা। আজ (বুধবার, ২৮ আগস্ট) সকাল ৮টায় দুবাইয়ের শারজাহ এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৫২-এর একজন যাত্রীর দু'টি লাগেজ তল্লাশি করে ১০৫টি স্বর্ণের বার, চারটি স্বর্ণের পেস্টের চাকাসহ ১৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ও শুল্ক গোয়েন্দা জানায়, শারজাহ থেকে আসা ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসবে এমন তথ্যের ভিত্তিতে তারা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে বিমানবন্দর কনকোর্স হলে গোয়েন্দা সংস্থা এনএসআই তল্লাশি করে।

পরে বিমানবন্দর এনএসআই ও শুল্ক গোয়েন্দা যৌথ তল্লাশি ও বিমানবন্দর চলাচল নিরাপত্তা কর্মীদের সহায়তায় তারা বিমানবন্দরের ভেতর থেকে স্বর্ণের চোরা চালান আটক করে।

এসময় স্বর্ণের ১০৫টি বার জব্দ করা হয়। সাথে আটক করা হয় হোসাইন আহমদ নামে ২০ বছর বয়সী যুবককে। আটককৃত হোসাইন আহমদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াক্কুল বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ১৬ কেজি বলে জানিয়েছে এনএসআই।

tech