আন্তর্জাতিক বাণিজ্য
0

অস্ট্রেলিয়ায় কর্মীদের অফিসিয়াল বার্তা উপেক্ষার অধিকার দিয়ে আইন পাশ

অস্ট্রেলিয়ায় কর্মঘণ্টার পর অফিসিয়াল যেকোনো বার্তা কর্মীদের উপেক্ষা করার অধিকার দিয়ে একটি আইন পাশ করা হয়েছে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

অস্ট্রেলিয়ান কর্মীরা এখন থেকে পরিবারের সঙ্গে সময় কাটানোর বেলায় অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তার ই-মেইল বা ফোন কলের উত্তর না দিলে শাস্তির আওতায় পড়বেন না। নতুন এই নিয়ম স্থানীয় সময় সোমবার (২৬ আগস্ট) থেকে কার্যকর হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই আইনের ফলে কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে এবং ব্যক্তিগত জীবন স্বাচ্ছন্দ্যময় হবে। ডিজিটাল প্রযুক্তির উন্নতিতে এ সমস্যা পুরো বিশ্বেই প্রকট আকার ধারণ করেছে।

কর্মঘণ্টার বাইরে ই-মেইল, এসএমএস, ফোন কল বিশ্বব্যাপী স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি বাদ যায় না ছুটির দিনও।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর