দেশে এখন
0

সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গ্রেপ্তার

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (সোমবার, ২৬ আগস্ট) বিকেল রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাসানুল হক ইনু শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের জোট ১৪ দলের অন্যতম নেতা। ইনুর আগে গত ২২ আগস্ট কেন্দ্রীয় ১৪ দলের আরেক গুরুত্বপূর্ণ নেতা বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও গ্রেপ্তার হন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। এর মাধ্যমে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

সরকারের পতনের পর শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে সারাদেশে বেশকিছু হত্যা মামলা দায়ের হয়েছে। ১৪ দল নেতা রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নামেও হত্যা মামলা হয়।

এর মধ্যে গত ১৯ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননসহ ২৮ জনের নামে মামলা করা হয়। মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়।

এছাড়া গত ২২ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা দায়ের হয়।

tech