দেশে এখন
0

গণত্রাণ সংগ্রহ: আজ উঠলো ১ কোটি ৮ লাখ টাকা, শেষ ৫ ঘণ্টায় ৬৭ লাখ

বন্যার্তদের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্বিতীয় দিনের মতো ত্রাণ সংগ্রহ করছে টিএসসিতে। নগদ অর্থ থেকে শুরু করে শুকনো খাবার, ওষুধ, কাপড় দিয়ে সহায়তা করছেন অনেকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গণত্রাণ সংগ্রহ থেকে আজ রাত ১০টা পর্যন্ত ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ ৫ ঘন্টায় সংগ্রহ ৬৭ লাখ টাকা।

আজ (শুক্রবার, ২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে এ তথ্য জানান।

রাত ১০টায় হাসনাত তার পোস্টে লেখেন, ‘টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ৮টা পর্যন্ত ছিয়াশি লক্ষ বাইশ হাজার একশো বাহাত্তর টাকা নগদ সংগ্রহ করা হয়েছে।’

পরে রাত ১২টায় আরেক পোস্টে তিনি ফেসবুকে লেখেন, টিএসসির গণত্রাণ সংগ্রহ কর্মসূচি থেকে আজ রাত ১০টা পর্যন্ত ১ কোটি ৮ লাখ ২৩ হাজার ৯৪৭ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। শেষ ৫ ঘন্টায় সংগ্রহ ৬৭ লাখ টাকা।

এর আগে টিএসসিতে বৃহস্পতিবার ( ২২ আগস্ট) থেকে শুরু হওয়া ত্রাণ সংগ্রহ কার্যক্রমে একদিনেই নগদ অর্থ উঠেছে প্রায় ৩০ লাখ টাকা। ইতোমধ্যেই বন্যা কবলিত এলাকায় ত্রাণ বোঝাই বেশ কিছু ট্রাক ও ২০টি বোট পাঠিয়েছে সংগঠনটি।

চলমান ভয়াবহ বন্যায় দেশের ১১টি জেলার ৭৭টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৯ লাখ পরিবার এবং ক্ষতিগ্রস্ত প্রায় ৪৫ লাখ মানুষ। আজ দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সচিব মো. কামরুল হাসান বন্যার সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

তিনি বলেন, 'দেশে ১১টি জেলার ৭৭টি উপজেলা বন্যায় কবলিত হয়েছে। মোট ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার এবং ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।'

কামরুল হাসান বলেন, 'তিন হাজার ১৬০টি আশ্রয় কেন্দ্রে এক লাখ ৮৮ হাজার ৭৩৯ জনকে আশ্রয় দেয়া হয়েছে। এর সঙ্গে ১৭ হাজার ৮৪৮টি গবাদি পশুকেও আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।'

বন্যা কবলিত ১১টি জেলায় ত্রাণ সহায়তা দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'জেলাগুলোতে ত্রাণ হিসেবে নগদ তিন কোটি টাকা, ২০ হাজার ১৫০ টন চাল ও ১৫ হাজার প্যাকেট শুকনা খাবার দেয়া হয়েছে।'

বন্যায় দু'জন নারীসহ ১৩ জন নিহত হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এই সচিব।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে অনেকেই মুঠোফোনে অর্থ সংগ্রহ করছেন, সেসব ব্যাপারে সতর্ক থেকে সঠিক নম্বরে অর্থ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে সংগঠনটি।

তাদের বিকাশ ও নগদে অর্থ সহায়তা পাঠানোর নম্বর: ০১৮৮৬৯৬৯৮৫৯

রকেট: ০১৮৮৬৯৬৯৮৫৯৭

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর