ব্যাংকপাড়া
অর্থনীতি
0

নগদে প্রশাসক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস 'নগদ' এর প্রশাসক হিসেবে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারসহ প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তা নিয়োগ পেয়েছেন। আগামী এক বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়েছে তাদের। আজ (বুধবার, ২১  আগস্ট)  রাতে এক প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আগামীকাল (বৃহস্পতিবার) নগদ কার্যালয়ে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম বুঝে নেবেন। এর পর থেকে তারাই নগদের কার্যক্রম পরিচালনা করবেন।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রশাসক দায়িত্ব নেয়ার সঙ্গে সঙ্গে আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাতিল হয়ে যাবে। কেন্দ্রীয় ব্যাংক দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির পুরো নিরীক্ষা করতে হবে। এই কাজে সময় দরকার পড়বে। এ সময়ে প্রতিষ্ঠানটির স্বাভাবিক সেবা চলমান থাকবে। নিরীক্ষা শেষ হলে এরপর প্রতিষ্ঠানটির ভাগ্য নির্ধারণ হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চট্টগ্রাম অফিসে কর্মরত পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে চট্টগ্রাম অফিস থেকে প্রধান কার্যালয়ে বদলিপূর্বক হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এ এক বছরের জন্য প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হলো।

এছাড়া প্রশাসকের সার্বিক কার্যক্রমে সহায়তার জন্য ৬ কর্মকর্তাকে 'নগদ'-এ নিয়োগ দেয়া হয়েছে।

তারা হলেন অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম পরিচালক আনোয়ার উল্যাহ্, যুগ্ম পরিচালক পলাশ মন্ডল, যুগ্ম পরিচালক (আইসিটি) আবু ছাদাত মোহাম্মদ ইয়াছিন, উপ পরিচালক (আইসিটি) চয়ন বিশ্বাস এবং উপ পরিচালক মো. আইয়ুব খান।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর