ফারুক আহমেদ বলেন, ‘হাথুরুকে বিদায় বলতে হলে, আগামী ৫ মাসের বেতন, ভাতা দিয়ে বিদায় করতে হবে। যা ২ কোটি টাকার ওপরে আসে।’
তিনি বলেন, ‘কোচ হাথুরুসিংহেকে দায়িত্ব থেকে সরাতে মোটা অংকের আর্থিক ক্ষতি হলেও, বিসিবির প্রক্রিয়া অনুযায়ী সেই কাজ করা হবে।’
দীর্ঘ ১২ বছর পর বিসিবির সভাপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এরপর একই দিন সভাপতি হিসেবে দায়িত্ব পান ফারুক আহমেদ এর আগে দুই মেয়াদে বাংলাদেশের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ। এ সময়েও বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সেরা সময় কাটায়।
সর্বশেষ ২০১৬ সালে তার কাজে হস্তক্ষেপের অভিযোগে প্রধান নির্বাচকের পদ ছাড়েন সাবেক এই ক্রিকেটার। যার নেপথ্যে ছিলেন বর্তমান কোচ হাথুরুসিংহে। হাথুরু দ্বিতীয় মেয়াদে কোচ হবার পরেও প্রকাশ্যেই এ বিষয়ে বিরক্তি প্রকাশ করেছেন ফারুক। তাই স্বভাবতই সভাপতির দায়িত্ব নেয়ার পরেই শুরুতেই হাথুরুর ভবিষ্যত নিয়েই প্রশ্ন জেগেছিলো।
অন্যদিকে তামিম ইকবালকে আরও ২-৩ বছর ক্রিকেটে দেখতে চান বলে মত দিয়েছেন বিসিবির নবনিযুক্ত সভাপতি।