বিশেষ সতর্ক অবস্থানে পাকিস্তান। বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষায় দেশটির সব আন্তর্জাতিক বিমানবন্দর ও সীমান্তে ছিটানো হচ্ছে জীবাণুনাশক।
শনাক্ত সব রোগী খাইবার পাখতুনখোয়ার বলে বাড়তি সতর্ক প্রদেশটি। চিকিৎসা নিশ্চিতে প্রস্তুত হাসপাতালগুলো। ইউরোপ-এশিয়ায় মাঙ্কিপক্সের রোগী শনাক্তে আতঙ্ক বাড়ছে। তাই আফ্রিকানদের ভিনদেশে ভ্রমণ বা অন্য দেশ থেকে আফ্রিকায় যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন গবেষকরা।
ইতোমধ্যে আফ্রিকায় ভ্রমণকারীদের মাঙ্কিপক্সের টিকা নেয়ার পরামর্শ ইউরোপীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার। মাঙ্কিপক্সে মৃত্যুহার প্রায় তিন শতাংশ।