দেশে এখন
0

৯ দফা দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে মানববন্ধন

৯ দফা দাবিতে প্রাথমিক অধিদপ্তরের সামনে মানববন্ধন করেছেন বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা পরিবারের মাঠ পর্যায়ের সকল অংশীজনরা।

আজ (শনিবার, ১৭ আগস্ট) বিকেলে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষা ব্যানারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড, ফেস্টুন, ব্যানার নিয়ে প্রাথমিক শিক্ষার সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করে ৯ দফা দাবি তুলে ধরেন।

এসময় তারা বলেন, প্রাথমিক শিক্ষা ক্যাডার ঘোষণা করে কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকদের বৈষম্যপূর্ণ নিয়োগ বিধি বাতিল, প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে প্রশাসন ক্যাডার মুক্তসহ প্রাথমিক শিক্ষার সকল প্রকল্পের অপচয় ও দুর্নীতির হিসাব উচ্চ পর্যায়ের কমিটি করে জবাবদিহিতার দাবি তুলে ধরেন।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর