শিক্ষক ও অভিভাবকরা বলেন, ২০২৫ সাল থেকে সর্বজনস্বীকৃত আধুনিক যুগ-উপযোগী শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পাঠদানে সক্রিয় করার দাবি তোলা হয়। অ্যাসাইনমেন্টভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে সৃজনশীল, কাঠামোবদ্ধ ও এমসিকিউ পদ্ধতির সমন্বয়ে পরীক্ষা পদ্ধতি চালু করার তাগিদ দেন শিক্ষক ও অভিভাবকরা। মানববন্ধনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস, রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত ঘোষণা করাসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়।
ছাত্র শিক্ষক ও অভিভাবকদের দাবি বর্তমান কারিকুলামে শিক্ষার্থীরা ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে। এছাড়া শহর এবং গ্রামের শিক্ষার্থীরা বর্তমান শিক্ষাপদ্ধতিতে বৈষম্যের শিকার হচ্ছেন।