বিদেশে এখন
0

গাজার খান ইউনিসে ইসরাইলি হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি

গাজার খান ইউনিসে আবাসান-আল-কাবিরা অঞ্চলে ইসরাইলি হামলায় অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে। সোমবার (১২ আগস্ট) সংবাদমাধ্যম ওয়াফা এ তথ্যটি নিশ্চিত করে জানায় বেসামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, যুদ্ধবিরতির প্রস্তাবের একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা পেশ করতে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রস্তাবিত পরিকল্পনাটি বারবার সমঝোতার টেবিলে না এনে নতুন কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া উচিত।

অন্যদিকে, দু'টি বিচ্ছিন্ন ঘটনায় এক ইসরাইলি বন্দির মৃত্যুর বিষয়ে হামাসের দেয়া বিবৃতি নিয়ে সন্দেহপ্রকাশ করেছে ইসরাইল। অবিলম্বে এ ঘটনার তদন্ত করা হবে হলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

tech