প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আনরিড ম্যাসেজ নিয়ন্ত্রণে হোয়াটসঅ্যাপের গোপন ফিচার

বর্তমান সময়ে স্মার্টফোনে আসা বিভিন্ন নোটিফিকেশন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন। তবে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে আলাদা সুবিধা রয়েছে। বিভিন্ন আপডেটের মধ্যেও প্লাটফর্মে আনরিড ম্যাসেজ নিয়ন্ত্রণের জন্য হিডেন বা গোপন ফিচার রয়েছে। গিজচায়না প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পারতপক্ষে এসব নোটিফিকেশন পরিষ্কার করার জন্য আলাদা করে সব কথোপকথন নির্বাচন করতে হতো। তবে এ কাজকে সহজ করার জন্য হোয়াটসঅ্যাপে গোপন ফিচার রয়েছে।

ফিচারটি ব্যবহারের জন্য প্রথমেই নিশ্চিত করতে হবে যে, চ্যাট লিস্টের উপরে যেন অল, আনরিড, ফেভোরিট ও গ্রুপ চ্যাটের বাটন থাকে। এরপর সবুজ অংশের ওপর লম্বা সময় চাপ দিয়ে ধরে রেখে হিডেন মেন্যু চালু করতে হবে। এখানে মার্ক অ্যাজ রিড নামের একটি অপশন থাকবে।

এ অপশনটি নির্বাচন করা হলে ডিসেপ্লতে থাকা সব আনরিড মেসেজ ক্লিয়ার করে দেবে। তবে ফেভারিটসে আলাদা ফিল্টার হিসেবে ম্যানেজিং ফেভারিট কন্টাক্টস অপশন রয়েছে।

যারা একাধিক গ্রুপে যুক্ত রয়েছে তাদের জন্য হোয়াটসঅ্যাপে নতুন এ ফিচার সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যেখানে সারাদিন বিভিন্ন মেসেজ ও নোটিফিকেশন আসতে থাকে।

আগে প্রতিটি কথোপকথন নির্বাচন করে আনরিড মেসেজ পরিষ্কার করতে হতো। তবে প্রযুক্তিবিদদের মতে এর তুলনায় হোয়াটসঅ্যাপের এ হিডেন মেন্যু বেশ কার্যকর।

তবে যারা হোয়াটসঅ্যাপ বেশি ব্যবহার করে না তাদের জন্য ফিচারটি বেশি সহায়ক হবে না বলে অভিমত সংশ্লিষ্টদের। যারা ফিচারটি ব্যবহার করবেন তারা আরো সহজে নোটিফিকেশন নিয়ন্ত্রণের মাধ্যমে উন্নত ব্যবহারিক অভিজ্ঞতা পাবে বলে আশা প্লাটফর্মটির।

tech