হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নিয়ে মেটার বিরুদ্ধে মামলা

ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপের কুইক রিপ্লাই ফিচার চালু
ভয়েস মেসেজে হোয়াটসঅ্যাপের কুইক রিপ্লাই ফিচার চালু |
0

হোয়াটসঅ্যাপ মেসেজের প্রাইভেসি বা গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর দাবির অভিযোগে মেটা প্লাটফর্মসের বিরুদ্ধে মামলা করেছেন বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি ডিস্ট্রিক আদালতে শুক্রবার মামলাটি দায়ের করা হয়।

মেটা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, হোয়াটসঅ্যাপে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ব্যবহৃত হয়, ফলে কেবল মেসেজের প্রেরক ও গ্রাহকই মেসেজের কনটেন্ট পড়তে পারেন। তবে বাদীপক্ষের অভিযোগ, মেটা ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের মেসেজ সংরক্ষণ, বিশ্লেষণ এবং এতে প্রবেশাধিকার রাখে।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ব্যবহারকারীরাও এ মামলায় বাদী হয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করে মেটা মামলাটিকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছে। তারা জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এক দশক ধরে সিগন্যাল প্রোটোকলের এনক্রিপশন ব্যবহার করে আসছে।

এএম