দেশে এখন
0

ডাকাতি-ছিনতাই ঠেকাতে পালাক্রমে পাহারায় এলাকাবাসী

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় রাতভর ডাকাতি ও ছিনতাই আতঙ্কে পাহারায় ছিলেন এলাকাবাসী। সেনাবাহিনীর টহলে সন্দেহভাজন আটক হয়েছে কমপক্ষে অর্ধশত।

গেল রাতে রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা এলাকাতে ডাকাতির ঘটনা ঘটছে, এমন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। যদিও এসব তথ্যের সত্যতা এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে, ডাকাত আতঙ্কে পাড়া-মহল্লার লোকজনকে পালা করে পাহারা দিতে দেখা যায়। রাস্তায় বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশিও চোখে পড়ে।

এদিকে, গেল রাতে মোহাম্মাদপুরের জাপান গার্ডেন সিটি এলাকায় ডাকাত দলের সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে এলাকাবাসী।

পাহারা দেয়া একজন বাসিন্দা বলেন, 'দেশে যেহেতু পুলিশ নেই এখন। এই সুযোগটাই আসলে ডাকাত ও দুষ্কৃতিকারীরা নিচ্ছে। সেজন্য আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি কর এলাকা পাহারা দিচ্ছি। আমরা এখানকার মার্কেটের দায়িত্বে, কিন্তু আমরা এলাকার দিকেও পাহারা দিচ্ছি যেন কোনো দুর্ঘটনা না ঘটে।'

tech