ক্রিকেট
এখন মাঠে
0

চীনের ঝেং হাওহাওয়ের হাত ধরেই ইতিহাস গড়লো চীন

১২ পূর্ণ না হওয়া চীনের ঝেং হাওহাওয়ের হাত ধরেই ইতিহাস গড়লো চীন। কোনো পদক জয় নয়, স্কেবোর্ডিংয়ে অংশ নিয়ে চলতি অলিম্পক গেমসের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন এই কিশোরী। তবে ১২৮ বছরের রেকর্ড ভাঙতে পারেননি হাওহাও।

ক্রীড়াবিশ্বের সবচেয়ে বড় মহারণ অলিম্পিক গেমস প্রায় শেষের দিকে। পদক জয় বা ইতিহাসের সাক্ষী হতে শেষ মুহুর্তের লড়াইয়ে মহাব্যস্ত অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেটরা। পদক জয়ের টেবিলে শীর্ষে থাকার ইদুর বিড়াল লড়াই চলছে মূলত যুক্তরাষ্ট্র ও চায়নার মধ্যে।

তবে এবার পদক জয়ে নয় ভিন্ন এক কারণে ইহিতাস গড়লো চায়না। ১২ বছর ছুঁইছুঁই কন্যা ঝেং হাওহাও। প্লেস দে লা কনকর্ডে মেয়েদের পার্ক স্কেটবোর্ডিংয়ে অংশ নিয়ে চলতি প্যারিস অলিম্পিকের সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসেবে নিজের নাম লেখালেন এই কিশোরী।

শুধু তাই নয়। চীনের ইতিহাসেও সবচেয়ে কম বয়সী অলিম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন তিনি। নিজের এমন অর্জনে স্কেটবোর্ডারের সর্বকালের সর্বকনিষ্ঠ অলিম্পিয়ানের সংক্ষিপ্ত তালিকাতেও ঢুকে পড়েছেন হাওহাও।

চলতি গেমসে সর্বকনিষ্ঠ অ্যাথলেটের খেতাব জিতলেও দিমিত্রিওস লুন্দ্রাসের গড়া ১২৮ বছরের রেকর্ড ভাঙ্গতে পারেননি চীনের এই স্কেটবোর্ডার। ১৮৯৬ সালে এথেন্সে অনুষ্ঠিত প্রথম অলিম্পিক গেমসে মাত্র ১০ বছর ২১৬ দিন বয়সে খেলতে নেমে সর্বকনিষ্ঠ অলিম্পিয়ান হওয়ার কীর্তি গড়েন গ্রিসের জিমন্যাস্ট দিমিত্রিওস লুন্দ্রাস।

কদিন আগে ইকুয়েস্ট্রিয়ান ইভেন্টে ৬৫ বছর বয়নে খেলতে নেমে প্যারিস অলিম্পিকে সবচেয়ে বেশি বয়সী অলিম্পিয়ানের রেকর্ড গড়েছেন স্পেনের হুয়ান আন্তোনিও হিমেনেজ কোবো।

tech