অপরাধ ও আদালত
0

শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজা বাতিল করে ড. ইউনূসকে খালাস

শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল ট্রাইব্যুনালে খালাস পেলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। ৬ মাসের সাজা বাতিল করে এই রায় দেয়া হয়েছে। একইসঙ্গে এই মামলায় আরও তিনজনকে খালাস দেয়া হয়েছে।

আজ (বুধবার, ৭ আগস্ট) শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক আব্দুল আউয়াল এ রায় দেন।

পরে আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা স্থগিত করেছেন আদালত। সে হিসেবে খালাস পেলেন তিনি। ড. ইউনূসসহ আরও তিনজনকে খালাস দেয়া হয়েছে।

তিনি বলেন, 'শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের করা এ মামলায় গত ১ জানুয়ারি  নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, আশরাফুল হাসান, নুর জাহান বেগম এবং মোহাম্মদ শাজাহান পরিচালক গ্রামীণ টেলিকমের তাদের বিরুদ্ধে শ্রম আইনের ৪ এর ৭ ও ৮ অর্থাৎ শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ করা হয় নাই ও ১১৭এর বাৎসরিক ছুটি অর্জিত প্রদান করা হয় নাই এবং ২৩৪ এর তাদের মোট মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ দেয়া হয় নাই এই অপরাধে অপরাধী স্বাব্যস্থ করে।'

তিনি আরও বলেন, 'তাদের বিরুদ্ধে লেবার কোটে বিএলএ ২২৮ এ ২০২১ একটি মামলা দায়ের করে ৩০৩ এর ঙ এবং ৩০৭ ধারায় শাস্তির জন্য আবেদন করেছে। সেই মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। এ ছাড়া প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।'

আইনজীবী আবদুল্লাহ আল মামুন বলেন, 'এই মামলা প্রত্যাহার করার জন্য আমরা বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। ওইটাকে বাতিল করে লেবার কোট অভিযোগ গঠন করে।'

রায়ের বিরুদ্ধে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. মুহাম্মদ ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল এ আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। শুনানি শেষে আজ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে খালাস দিয়ে রায় দেই ট্রাইব্যুনাল।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর