তিনি বলেন, 'গণমাধ্যমের ওপর হামলা নয়। তারা আমাদের বন্ধু। আমাদের আন্দোলনের তথ্যগুলো তুলে তারাই ধরেছেন। আমরা বারবার বলেছি, গণমাধ্যমের অফিসগুলো রাষ্ট্রের সম্পত্তি। রাষ্ট্রীয় সম্পত্তিকে রক্ষা করতে হবে। মাঠ পর্যায়ের যারা কাজ করছেন, তারা আমাদের প্রতি আন্তরিক। সুতরাং কোনো গণমাধ্যমকর্মী বা অফিসে হামলা নয়। তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ছাত্র-জনতাই।'
তিনি আরও বলেন, 'পরাজিত শক্তি এদেশের ইমেজ নষ্ট করার জন্য সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করছে। পদত্যাগের পর সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করার অপতৎপড়তা চালাচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী। দেশে কেউ যেন নাশকতা না চালায়, সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।'
সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে হত্যাকারীদের দ্রুত বিচার করতে দ্রুত ট্রাইব্যুনাল গঠন করা হবে বলেও জানান তিনি। এ সময় কোটা সংস্কার আন্দোলনের ৩ সমন্বয়ক আরিফ তালুকদার, আব্দুল্লাহ আল হোসাইন ও মোবাশ্বিরা তার সঙ্গে ছিলেন।
এদিকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দিয়েছে সেনাপ্রধান ওয়াকার উজ জামান।