দেশে এখন
0

ভারতে অবতরণ করেছে শেখ হাসিনাকে বহনকারী বিমান

শেখ হাসিনাকে বহনকারী বিমান ভারতে অবতরণ করেছে। আজ (সোমবার, ৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে অ্যাজাক্স ১৪৩১ মডেলের সি-১৩০ বিমানটি দিল্লির আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছে।

ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা তাকে স্বাগত জানিয়েছেন বলে দেশটির গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে। শেখ হাসিনা দিল্লীতে কয়েকদিন থাকবেন এবং এরপর লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বলেও জানা গেছে।

অন্যদিকে এএনআই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকা থেকে ছেড়ে আসার পর ভারতের সীমান্তের কাছে শেখ হাসিনাকে বহনকারী বিমানটি গোয়েন্দা সংস্থার নজরে আসে। এর আগে বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।

দেশজুড়ে শুরু হওয়া অসহযোগ আন্দোলন থেকে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে সোমবার পদত্যাগ করেন শেখ হাসিনা। দেশত্যাগের পর গণভবনে ঢুকে পড়ে হাজারো জনতা।

প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে শেখ হাসিনা অব্যাহতি নেয়ার পর দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান। আলোচনার পর চলমান পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন সেনাপ্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন।

সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, ‘সবার সঙ্গে আলোচনার মাধ্যমে অন্তবর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকার গঠনের মাধ্যমে দেশের কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি বলেন, ‘সেনাবাহিনীর ওপর ভরসা রাখুন, দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সংঘাতের মাধ্যমে কোনো কিছু অর্জন হবে না।’

tech