দেশে এখন
0

পুনরায় চালু হয়েছে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট

দেশে চলমান পরিস্থিতিতে গতকাল মোবাইল ও আজ (সোমবার, ৫ আগস্ট) সকালে ব্রডব্যান্ড ইন্টারনেট কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র দেশে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট চালুর বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গতকাল (রোববার, ৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টার পর মোবাইল অপারেটরদের ফোরজি ইন্টারনেট সংযোগ বন্ধের নির্দেশনা দেয়া হয়।

এর আজ সকাল ১০টার পর ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেয়া হয়। তবে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম চালুর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাত ৯টার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়। গত ২৩ জুলাই রাতে দেশে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। ২৮ জুলাই বেলা তিনটা থেকে মুঠোফোনে ফোর-জি ইন্টারনেট চালু হয়।

tech