পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, সন্ত্রাসী হামলায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোহাম্মদ হান্নান মিয়া বলেন, ‘প্রথমে হাজারখানেক মানুষ দল বেঁধে থানার দিকে আসে। সেখানে কিছুক্ষণ অবস্থান করে তারা চলে যায়। পরে কয়েকশ’ মানুষ অতর্কিতে থানায় এসে হামলা চালায়।’
তিনি বলেন, ‘তারা আগুন ধরিয়ে দেয়। এখন পর্যন্ত ১১–১২ জন পুলিশ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’
এছাড়া সারাদেশে সন্ত্রাসীদের হামলায় ৫৭ জন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য আহত হয়েছেন। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় আরো এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার। এছাড়া সোম, মঙ্গল ও বুধবার (৫, ৬ ও ৭ আগস্ট) সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।