এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ছাত্র জনতার মিছিল শাহবাগের দিকে রওনা দেয়। পরে বেলা ১১টায় শাহবাগে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহবাগে শিক্ষার্থীরা পৌঁছলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা প্রথমে ধাওয়া দেয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা তাদের পাল্টা ধাওয়া দিলে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতরে অবস্থান নেয়। এরপর থেকেই সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা চলছে।
আন্দোলরত শিক্ষার্থীদের অভিযোগ, বিএসএমএমইউয়ের ভেতর থেকে তাদের ওপর ঢিল ছোড়া হচ্ছে।
একই চিত্র দেখা গেছে, রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে। সকাল সাড়ে ১০টায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হন। ঘণ্টাখানেকের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি পাঁচ শতাধিক ছাড়ায়। এ সময় আন্দোলনকারীরা এই মোড়ের চারটি সড়কই বন্ধ করে দেন। এতে ওই সড়কে বাস, রিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।
এছাড়া রাজধানীর অন্যান্য এলাকাতেও চলছে অসহযোগ আন্দোলন ও আওয়ামী লীগের প্রতিরোধ কর্মসূচি। সকালেই শনির আখড়ায় রাস্তায় নেমেছে বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীরা। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকা থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে ঢাকার ভেতরে কোনো পরিবহন আসা-যাওয়া করতে পারছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে।
যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা। বেলা ১২টার দিকে কাজলা থেকে যাত্রাবাড়ি মোড়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসে আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তারা মোড় পর্যন্ত চলে আসে।
উত্তরার রাজউক উত্তরা মডেল কলেজের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জনতা। ধানমন্ডি ২৭ নম্বরে আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। টায়ারে আগুন জ্বালিয়ে এলিফ্যান্ট রোডের রাস্তা বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রামপুরা-বাড্ডা সড়কে আশপাশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান নিয়েছে সড়কে। এতে করে ওই এলাকায় বন্ধ করে দেয়া হয়েছে সব ধরনের যান চলাচল।
এদিকে মিরপুর-১০ নম্বরে আন্দোলনকারীদের প্রতিরোধে রাস্তায় নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক উপস্থিতি দেখা গেছে।
প্রসঙ্গত, এক দফা দাবিতে আজ সারা দেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকের কর্মসূচি ঘোষণা দেন।