ফুটবল
এখন মাঠে
0

২৫ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক কিলিয়ান এমবাপ্পে

মাত্র ২৫ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক হলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে। ফেঞ্চ লিগের সেকেন্ড ডিভিশনের ক্লাব কনের ৮০ ভাগ মালিকানা কিনেছে তার প্রতিষ্ঠান ভেনচারস। যা কিনতে তার খরচ হয়েছে মিলিয়ন ইউরো।

৬ বছর আগে নিজ দেশ ফ্রান্সকে বিশ্বকাপের সোনালী শিরোপা এনে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এমনকি তার হাত ধরেই টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলেছে ফরাসিরা। যদিও ক্লাবের হয়ে লিগ শিরোপা বহুবার জিতলেও ছুঁতে পারেনি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। তবে ব্যক্তিগত অর্জনে ঠিকই নিজেকে প্রমাণ করেছেন বহুবার।

সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান। যেখানে প্রতি মৌসুমে পাবেন ১২.৮ মিলিয়ন পাউন্ড। সাথে ৫ বছরের জন্য চুক্তির কারণে আলাদা ১২৮ মিলিয়ন পাবেন এমবাপ্পে। তবে, মাদ্রিদের হয়ে মৌসুম শুরু আগেই নতুন যাত্রা শুরু করলো এমবাপ্পে। ফ্রান্সে দ্বিতীয় বিভাগের ক্লাব কনের ৮০ ভাগ মালিকানা কিনেছে তার প্রতিষ্ঠান ভেনচারস। ক্লাবটি কিনতে প্রতিষ্ঠানটি ব্যয় করেছে এক কোটি ৫০ লাখ ইউরো। ক্লাবের আগের মালিকানা ছিল আমেরিকান প্রতিষ্ঠান ওয়াকত্রির অধীনে।

যদিও কনের সাথে এমবাপ্পের পরিবারের সম্পর্ক দীর্ঘ দিনের। ১৩ বছরে বয়সেই প্যারিসের এই পোর্ট শহরের হয়ে নাম লিখিয়েছিলেন কিলিয়ান। আর এখনই এই ক্লাবেরই মালিক তিনি। এরই মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সে কোন ক্লাবের মালিক হওয়ারও কৃতিত্ব অর্জন করলেন এই ফরাসি তারকা।

যদিও ক্লাবের সম্প্রতি পারফরম্যান্স খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। সদ্য শেষ হওয়া মৌসুমে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিল ছয় এ। সবশেষ ২০১৯ সালে লীগে শীর্ষে উঠেছিলো কন। তবে, ক্লাব কর্তৃপক্ষের দাবি, দ্রুতই সেরা ফর্মে ফিরবে দলটি।

একই সাথে ক্লাবের মালিকানা এমবাপ্পে পাওয়ায় অবকাঠমো উন্নয়ন আরও জড়ালো হবে বল মত তাদের। পাশাপাশি খেলোয়াড় ক্রয় ও কোচিং স্টাফসহ আরও ট্যাকনিক্যাল দিকগুলোতেই নজর দেবেন তিনি।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর