আজ (শুক্রবার, ৩ আগস্ট) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বাহিনী ও সংস্থার প্রধান ও প্রতিনিধিদের আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
দিনের ভাগে কারফিউ শিথিলের সময় আরও ২ ঘণ্টা বাড়িয়ে ঢাকা মহানগরীসহ ৫ জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কারফিউয়ের বিষয়ে মন্ত্রী বলেন, ‘পরিবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামীকাল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল থাকবে। ঢাকা জেলা, ঢাকা মহানগর, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নরসিংদী কারফিউ চলমান থাকবে।’ এছাড়া অন্যান্য জেলায় জেলা প্রশাসক সেখানকার কারফিউ শিথিলের সময়সূচি নির্ধারণ করবেন বলে জানিয়েছেন তিনি।
ছাত্রদের দাবির প্রেক্ষিতে রংপুরে চলমান কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আবু সাইদের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, ‘রংপুরে পুলিশ বরখাস্ত করাসহ কোটা আন্দোলকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে, আশা করি তারা আন্দোলন প্রত্যাহার যাবে।’ নতুন করে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া ভুল কর্মসূচি হিসেবে আখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘চলমান আন্দোলনে আটককৃত এইচএসসি পরীক্ষার্থীদের প্রধানমন্ত্রী নির্দেশে এখন পর্যন্ত ১৩৪ জনকে জামিন দেয়া হয়েছে।’ এছাড়া আরও যাচাই বাছাই করে এইচএসসি পরীক্ষার্থীদের জামিন দেয়া হবে বলেও জানান তিনি।
আন্দোলনে শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করায় শিশু মারা গেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ আন্দোলনে পুলিশের গুলিতে কোন শিশু মারা যায়নি দাবি করেন এই মন্ত্রী।