দেশে এখন
0

তথ্য যাচাই না করে 'প্রয়াত ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করতে বাসায় পুলিশ' শিরোনামে সংবাদ

দেশের বেশ কয়েকটি পত্রিকা ও অনলাইন মিডিয়া বুধবার (৩১ জুলাই) আসল তথ্য যাচাই-বাছাই না করে 'প্রয়াত ব্যারিস্টার মইনুলকে গ্রেপ্তার করতে বাসায় পুলিশ' শিরোনাম একটি সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'আদালতের নথি যাচাই করে দেখা যায় প্রয়াত ব্যারিস্টার মইনুল হোসেন ২০১৮ সালের 'সিআর মামলা নং ২০৭১/২০১৮ (কোতোয়ালি)' মামলার একজন আসামি। প্রয়াত আসামিকে মামলা থেকে অব্যাহতি দেয়ার স্বার্থে 'ম্যাজিস্ট্রেটের রেকর্ডের জন্য আদেশনামা' পর্যালোচনা করে দেখা যায় যে, আসামির মৃত্যুবরণ সংক্রান্ত প্রতিবেদন প্রাপ্তির জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা, গুলশান থানা, ঢাকা আদেশপ্রাপ্ত হয়েছেন।'

আদালতের আদেশ পালনের স্বার্থে সংশ্লিষ্ট থানা পুলিশ আসামীর ঠিকানায় 'ডেথ সার্টিফিকেট' সংগ্রহ করার জন্য যায় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রকাশিত সংবাদ শিরোনামটি বস্তুনিষ্ঠ ঘটনাটিকে পাশ কাটিয়ে অসত্যভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে বলেও বিজ্ঞপ্তিতে উঠে আসে। তবে, কয়েকটি গণমাধ্যম সঠিক বিষয়ের সাথে প্রয়াত মঈনুল হোসেনের পরিবারের সদস্যদের প্রতিক্রিয়া তুলে এনেছে বলেও জানানো হয়।—সংবাদ বিজ্ঞপ্তি

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর