কাঁচাবাজার
বাজার
0

এক সপ্তাহ পর স্বরূপে ফিরেছে খাতুনগঞ্জ

এক সপ্তাহ পর প্রাণ ফিরেছে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাকতাই-খাতুনগঞ্জে। সব দোকানপাট খোলার পাশপাশি বেড়েছে সরবরাহ। কিন্তু স্বাভাবিক সময়ের তুলনায় বিক্রি কম বলে জানান ব্যবসায়ীরা। এদিকে সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ-রসুনের দাম কমলেও বেড়েছে আদা ও সব ধরনের ডালের দাম। ইন্টারনেট সংযোগ ও ব্যাংক লেনদেন পুরোপুরি সচল না হওয়ার প্রভাবও পড়েছে বেচাকেনায়।

দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ চাকতাই। চাহিদার ৪০ শতাংশের বেশি সরবরাহ হয় এখান থেকে। প্রতিদিন লেনদেন হয় ২ থেকে আড়াই হাজার কোটি টাকা। গত কিছুদিন ধরে আন্দোলন, সহিংসতা আর কারফিউয়ের কারণে স্থবিরতা নেমে আসে ব্যবসা-বাণিজ্যের এই আতুঁরঘরে। তবে কারফিউ শিথিল করার পর গতকাল থেকে খুলেছে সব দোকানপাট। তবে সরবরাহ বাড়লেও বেচাবিক্রি কম বলছেন ব্যবসায়ীরা।

খাতুনগঞ্জের বাজারে পণ্য সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজ-রসুনের দাম। সপ্তাহ ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ৮৮- ৯০ টাকায়। রসুন বিক্রি হচ্ছে ১৫৫-১৬০ টাকায়। তবে সরবরাহ সংকটে বেড়েছে আদার ঝাঁজ। বিক্রি হচ্ছে ২৩৫-২৪০ টাকায়।

এদিকে সপ্তাহ ব্যবধানে পাইকারিতে ২-৮ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন জাতের ডালের দাম। বাজারে মানভেদে মসুর ডাল বিক্রি হচ্ছে ১০০-১২৪ টাকায়। চুনার ডাল ১১২ টাকা, এ্যাংকর ৭০ টাকা ও মুগডাল ১৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে বাজারে কমেছে সব ধরনের মসলার দাম। গত ১৫ দিনে ভারতীয় জিরা কেজিতে ১২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬৩০ টাকায়। লবঙ্গ ২৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ১ হাজার ৩৫০ টাকায়। দারুচিনি ৪২০-৪৭০ টাকা, এলাচ ৩ হাজার ৩০০ টাকা, গোলমরিচ বিক্রি হচ্ছে ৯০০ টাকা কেজিতে।

ব্যবসায়ীরা বলছেন গত একসপ্তাহে খাতুনগঞ্জে প্রায় ১০ হাজার কোটি টাকার লেনদেন কম হয়েছে। বর্তমানে বন্দর থেকে পণ্য ডেলিভারি বাড়লেও প্রয়োজনের তুলনায় তা এখনো কম। এছাড়া ইন্টারনেট সংযোগ ও ব্যাংক লেনদেন পুরোপুরি সচল না হওয়ায় প্রভাব পড়েছে বেচাবিক্রিতে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ বলেন, 'যে জটিলতার সৃষ্টি হয়েছিল সেটা মোটামুটি সমাধানের পথে। তবে এখনো পর্যাপ্ত ইন্টারনেট সেবা আমরা পাচ্ছি না। তাই দেশের বাইরে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।'

চট্টগ্রামের চাকতাই খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের পাইকারি দোকান ও আড়ৎ রয়েছে ৫ হাজারের বেশি।