দেশে এখন
0

রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের জনগণকেই প্রতিহত করতে হবে: প্রধানমন্ত্রী

নাশকতাকারীদের হামলায় ধ্বংস হয়ে যাওয়া মেট্রোরেলের মিরপুর-১০ নম্বর স্টেশন ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, মেট্রো মানুষকে যানজট থেকে মুক্তি দিলেও সহিংসতার কারণে তাদের সেই যাত্রায় ভোগান্তি হবে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সাধারণ মানুষকেই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী আজ (বৃহস্পতিবার, ২৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় মিরপুর-১০ মেট্রো স্টেশন পরিদর্শনে যান। ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত মেট্রো স্টেশন দেখেন। সেখানকার মেট্রো ব্যবহারকারীদের দুর্ভোগের কথা জানান তিনি, সরকারপ্রধানের চেহারায় বারবার ফুটে ওঠে সেই আক্ষেপ।

এর আগেই ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় অচল মেট্রোরেলের মিরপুর ১০ ও কাজীপাড়ার স্টেশন দুটি পুনরায় চালু হতে অন্তত এক বছর সময় লাগবে।

পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী মেট্রো কর্তৃপক্ষের সাথে দ্রুত স্টেশন চালুর ব্যাপারে দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, 'আমাদের মেট্রোরেল স্টেশনগুলোর সার্ভিস থেকে শুরু করে সবকিছু ছিল আন্তর্জাতিক মানসম্পন্ন। আমি পৃথিবীর বহু দেশে গেছি, সে মেট্রোগুলোয় চড়েছিও। কিন্তু আমাদের এটা ছিল সবচেয়ে আধুনিক। অত্যন্ত আধুনিক, সুন্দর দৃশ্যমান একটা মেট্রোরেল আমরা করেছিলাম। কিন্তু আজকে যে ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস করতে চাই না যে এটা এ দেশের মানুষ করতে পারে। কিন্তু তারাই এ কাজ করেছে।'

সরকারপ্রধান বলেন, ‘আধুনিক প্রযুক্তি এই মেট্রোরেল যেভাবে ধ্বংস করা হয়েছে তা মেনে নেয়া যায় না। রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের জনগণকেই প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, 'আমার দুঃখ লাগে ২০১৮ সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো, আমি সাথে সাথে সেটা মেনে নিয়ে কোটা বাতিল করে দিলাম। এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো। সেই মামলার রায় হলো এই ২০২৪ সালের ৫ জুন। সরকারের পক্ষ থেকে আমরা আপিল করলাম। তো মামলাটা তো আমাদের। উচ্চ আদালতে আমরা আপিল করেছি।'

তিনি আরো বলেন, 'তাদের যেটা প্রত্যাশা, সেটাই পূরণ করা হবে, তারা হতাশ হবে না। এই আশ্বাস দিয়ে তাদের বললাম বিরত থাকতে। কিন্তু তারা তা করলো না। আর এরই সুযোগ নিয়ে ১৭ জুলাই থেকে যেভাবে ধ্বংসাত্মক কার্যক্রম শুরু হলো।’

আক্ষেপ করে শেখ হাসিনা বলেন, ‘এই স্বাধীন দেশে মানুষ তো প্রায় ২৯ বছরই বঞ্চিত ছিল। মাত্র ১৫ বছরের মধ্যে আমি দেশটাকে গড়ে তুলেছি, কীনা করেছি মানুষের জন্য।'

শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে এ সময় তিনি বলেন, 'শিক্ষার্থীদের কোটা নিয়ে যত দাবি তার থেকে সরকার বেশি পূরণ করেছে।'

এসএস