আমদানি-রপ্তানি
অর্থনীতি
0

পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে অব্যাহত ভোমরা বন্দরের আমদানি কার্যক্রম

চলমান পরিস্থিতির মধ্যে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে আমদানি কার্যক্রম অব্যাহত আছে। ক্রমেই বাড়ছে আমদানির পরিমাণও। এর মধ্যে পেঁয়াজসহ মসলা জাতীয় পণ্যের পরিমাণ বেশি। তবে, এখনও বন্ধ রয়েছে পণ্য রপ্তানি।

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামাল আমদানির পরিমাণ বেড়েছে। এসব পণ্যর মধ্যে পেঁয়াজ, কাঁচা ঝাল,আদা, টমেটা ও ক্যপসিক্যাম বেশি আসছে। তবে অন্য সময়ের তুলনায় বন্দরে গড় আমদানি রপ্তানির পরিমাণ কমেছে।

শ্রমিকদের একজন বলেন, ‘বন্দর থেকে গাড়ি লোড করে চলে যাচ্ছে কোনো ঝামেলা নেই।’  

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েসনের সাধারণ সম্পাদক মাকসুদ খান বলেন,   আগে আমাদের রাজস্ব মাত্রা ছিল ১১শ’ কোটি টাকা। গত দুই বছরে এর লক্ষ্যমাত্রা ৯শ’ কোটি টাকার উপরে যায় নাই। সেই হিসেবে এখানে আমদানি রপ্তানি কমে যাচ্ছে। 

বন্দর কর্মকর্তা জানালেন, বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন বলেন, 'যথা সময়ে আমদানিকৃত গাড়ি ভারত থেকে আসতে শুরু হয়েছে। কাস্টমস থেকে যেগুলো ছাড় দেয়া হবে সেগুলো খালাস হবে।'

গত ৪ দিনে ভোমরা বন্দর দিয়ে ৪০০ ট্রাক বিভিন্ন ধরনের কাঁচামাল আমদানি হয়েছে। এসব পণ্য বন্দর এলাকা থেকে পুলিশ পাহারায় ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে পৌঁছে দেয়া হচ্ছে।

ইএ