ফুটবল
এখন মাঠে
0

কতদিন মাঠের বাইরে থাকবেন মেসি তার ঠিক নেই

চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাহিরে ছিটকে গেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লিওনেল মেসি।

সদ্য আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা শিরোপা জয়ী, ফাইনাল ম্যাচে ডান পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬৪ মিনিটে মাঠ ছাড়েন এলএমটেন।

পরবর্তীতে পরীক্ষার পর মেসির ক্লাব মায়ামির দেয়া এক বিবৃতিতে বলা হয়, লিওনেল মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। যে কারণে এমএলএসে কাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় টরন্টো এফসি এবং রোববার ভোরে শিকাগো ফায়ারের মুখোমুখি ম্যাচে মায়ামির হয়ে লড়াইয়ে পাওয়া যাবে না বিশ্বসেরা এই ফুটবলারকে।

আগামী ২৭ জুলাই লিগস কাপের শিরোপা ধরে রাখার মিশনে মেসির খেলা নিয়ে শঙ্কা আছে। পর্যায়ক্রমে তার সেরে উঠার অপেক্ষা করার কথা বলা হয়েছে মায়ামির পক্ষ থেকে।

এর আগে সদ্য শেষ হওয়া কোপার আসরেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মেসি। পাঁচ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র একটি।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর