দেশে এখন
0

কাল সারাদেশে আন্দোলনকারীদের 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার, ১৮ জুলাই) সারাদেশে 'কমপ্লিট শাটডাউন'-এর ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (বুধবার, ১৭ জুলাই) রাত ৮টায় এ ঘোষণা দেয় সংগঠনটির সমন্বয়করা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াতের ‘ন্যাক্কারজনক’ হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল সারাদেশে 'কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

তারা জানায়, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না।

সারাদেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে আগামীকালের কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির পাঠানো বার্তায় বলা হয়, ‘আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।’

উল্লেখ্য কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। আজ দিনভর রাজধানীসহ সারাদেশে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে গতকাল সংঘর্ষে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর