দেশে এখন
0

উচ্চ আদালত থেকে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবে: প্রধানমন্ত্রী

হত্যাকাণ্ড-লুটপাটকারীদের চিহ্নিত করে বিচার বিভাগীয় তদন্ত

কোটা সংস্কার আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বুধবার, ১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, ‘২০১৮ সালের ছাত্রসমাজের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটাপ্রথা বাতিল করে পরিপত্র জারি করে। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত ২০১৮ সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে। সরকারের পক্ষ থেকে পরিপত্র বহাল রাখার জন্য সর্বোচ্চ আদালতে আপিল করা হয়।’

এরপর শিক্ষার্থীরা আবারও আন্দোলন শুরু করে। এরই মাঝে কিছু মহল সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে বলে জানান সরকারপ্রধান।

প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‌‘কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক।’

তিনি বলেন, ‘একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে আর কেউ বেশি জানে না।’

আইনি প্রক্রিয়ায় কোটা নিয়ে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, 'কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্যধারণ করতে হবে। উচ্চ আদালত থেকে শিক্ষার্থীরা ন্যায় বিচার পাবেন।’

সংঘর্ষের ঘটনায় যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন শেখ হাসিনা। তিনি বলেন, 'সন্ত্রাসীদের হামলায় যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইলো।’

এসময় হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কোটা আন্দোলনকে কেন্দ্র করে হত্যাকাণ্ড ও লুটপাটে জড়িতদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত করা হবে।'

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর
বুটেক্সের হলে ছাত্রলীগ ও ছাত্রদল ঢোকার ভুল বোঝাবুঝি নিয়ে সংঘর্ষ

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আহত শিক্ষার্থী কাজলকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার
আহত শিক্ষার্থী কাজলকে চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠিয়েছে সরকার

পতিত ‘স্বৈরাচার’ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে : ড. ইউনূস

হত্যাচেষ্টা মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি টিপু কারাগারে

স্কুলের বদলে ট্রেনে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা!
স্কুলের বদলে ট্রেনে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা!

ঢাবিতে লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচনের দাবিতে মিছিল

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নয়, লিখিত প্রস্তাব চাওয়া হবে: আলী রিয়াজ

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ জাতিসংঘের

ক্লাস শুরুর মাস পেরোলেও পরিমার্জিত বই প্রস্তুত হয়নি একাদশের

উপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাসে ছাত্রদের হাফ ভাড়া ৭ দিন, ভোর ৬টা থেকে রাত ১২টা