জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশব্যাপী সৃষ্ট উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার সরকারপ্রধানের এ ভাষণ সম্প্রচার করবে।
উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যার রেশ ধরে গতকাল দিনভর সংঘর্ষে সারাদেশে তিন শিক্ষার্থীসহ ৬ জনের মৃত্যু হয়েছে। যে কারণে স্কুল-কলেজসহ সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজও রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, ফরিদপুর ও কক্সবাজারে বিজিবি মোতায়েন করা হয়েছে।