আজ (মঙ্গলবার, ১৬ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগ আবুল হোটেল, বনানীর কাকলী মোড়, কুড়িল, শান্তিনগর, সায়েন্সল্যাব, মিরপুর ১০, ধানমন্ডি ও শনির আখড়ায় রাস্তা আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে এসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এ সময় তারা কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবি করেন।
এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির চট্টগ্রামের শিক্ষার্থীরা। এসময় আটকা পড়ে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানিবাহী পণ্যবাহী যানবাহন।
এদিকে ময়মনসিংহের টাউনহল মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ করছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। বন্ধ আছে যান চলাচল।
এছাড়াও সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাট, বিরুলিয়া ব্রিজে অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।