প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

আইওএসের জন্য ইমুলেটর আনছে অ্যাপল

কম্পিউটারে ইমুলেটর ইনস্টল করার মাধ্যমে যেকোনো মোবাইল গেম খেলার সুবিধা পাওয়া যায়। এতদিন শুধু অ্যান্ড্রয়েড প্লাটফর্মের গেম খেলা গেলেও এবার আইওএস ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালু করতে যাচ্ছে অ্যাপল।

আনুষ্ঠানিকভাবে ইউটিএম এসই নামের নতুন পিসি ইমুলেটর চালুর কথা জানিয়েছে মার্কিন এ প্রযুক্তি জায়ান্ট। সংশ্লিষ্টদের মতে এর মাধ্যমে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা ইমুলেটরের মাধ্যমে পছন্দের গেম ও সফটওয়্যার ব্যবহার করতে পারবে।

কোম্পানির তথ্যানুযায়ী, ইউটিএম এসই ইমুলেটরের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আইফোন ও আইপ্যাডে ক্লাসিক সফটওয়্যার ও গেম ব্যবহার করতে পারবে। এটি মূলত কেমু (কিউইএমইউ) ইমুলেটরের ওপর ভিত্তি করে নির্মিত। ফলে এটি এক্স ৮৬, পিপিসি থেকে শুরু করে সব ধরনের কম্পিউটার সেট আপে কাজ করতে পারবে।

অ্যাপলের তথ্যানুযায়ী, এ ইমুলেটর ছবি ও লেখা ব্যবহার করে এমন যে কোনো অপারেটিং সিস্টেম চালাতে পারবে। এছাড়াও ব্যবহারকারী চাইলে আগে থেকে তৈরি করা ভার্চুয়াল মেশিনও ব্যবহার করতে পারবে।

বিবৃতিতে কোম্পানি জানায়, ইউটিএম এসইর অনুমোদন পাওয়া সহজ ছিল না । কেননা অ্যাপটি ব্যবহারের জন্য আদৌ তৈরি কি না সে বিষয়ে সংশয় ছিল। তবে সব সংশয় কাটিয়ে ইমুলেটরটি চালু করা হয়েছে। আইফোন, আইপ্যাড এমনকি ভিশনওএস ডিভাইসের জন্যও ইমুলেটরটি অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।—গিজচায়না

এসএস