পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প। পার্শ্ববর্তী একটি ভবনের ছাদ থেকে রাইফেল দিয়ে গুলি চালায় হামলাকারী। গুলির শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাম্প মঞ্চে বসে পড়েন। এসময় সিক্রেট সার্ভিস এজেন্টরা মঞ্চে ঝাঁপিয়ে পড়ে মানবঢাল বানিয়ে তাকে ঘিরে রাখে। পরে সরিয়ে নেয়া হয় হাসপাতালে।
নিরাপত্তা বাহিনীর পালটা গুলিতে মারা যান সন্দেহভাজন হামলাকারী। এসময় ট্রাম্পের এক সমর্থক গুলিতে প্রাণ হারান, গুরুতর আহত আরও দুইজন হাসপাতালে ভর্তি। ট্রাম্পের প্রচার শিবির জানিয়েছে, সুস্থ আছেন সাবেক প্রেসিডেন্ট। তবে বিবিসির প্রতিবেদন বলছে, ট্রাম্পের দাবি একটি গুলি তার কান ঘেঁষে বেড়িয়ে যায়। হামলার পর ট্রাম্পের কান ও মুখমণ্ডল দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন হামলার পর স্যোশাল মিডিয়ায় যা বললেন ট্রাম্প
এ ঘটনায় এক পুরুষ সন্দেহভাজন শনাক্ত হয়েছে। ঘটনাটি হত্যাচেষ্টা হিসেবে তদন্ত করছে এফবিআই।
হামলার পর এক্স বার্তায় নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানান ট্রাম্প। আর এ ঘটনার নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান প্রেসিডেন্ট জো বাইডেনের।