দেশে এখন
0

কোটা আন্দোলনে বিএনপিকে জড়িয়ে সরকার ষড়যন্ত্র করছে: মির্জা আব্বাস

কোটা সংস্কার আন্দোলনের দাবিদাওয়া না মেনে সরকার বিএনপিকে জড়িয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শনিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢাকা মহানগর বিএনপির নবগঠিত কমিটি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তিনি এ কথা বলেন।

এ সময় দলের স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা দোয়া ও মোনাজাত পালন করেন।

তিনি বলেন, 'নতুন কমিটির চ্যালেঞ্জ হলো সরকার পতন করা। বিএনপির কোনো আন্দোলনই ব্যর্থ হয়নি বরং সরকার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে।'

এসএস