অন্য সব খেলা
এখন মাঠে
0

সর্বোচ্চ গ্র্যান্ডস্লাম জিততে এক ধাপ পিছিয়ে জোকোভিচ

ইতিহাস গড়া থেকে আর মাত্র এক ধাপ পিছিয়ে আছেন নোভাক জোকোভিচ। রোববার (১৪ জুলাই) উইম্বলডনের ফাইনালে কার্লোস আলকারাজকে হারাতে পারলেই নারী ও পুরুষ মিলিয়ে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জেতা মার্গারেট কোর্টকে পেছনে ফেলে এককভাবে সর্বোচ্চ শিরোপা জেতা খেলোয়াড় হবেন এই সার্বিয়ান টেনিস তারকা। দু'জনেরই এখন সমান ২৪টি করে গ্র্যান্ডস্লাম শিরোপা।

আলকারাজের বিপক্ষে ফাইনাল ম্যাচটা অবশ্য জোকোভিচের জন্য প্রতিশোধেরও। গত বছর যে ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন জোকো।

আলকারাজকে হারাতে পারলেই উইম্বলডনে সর্বোচ্চ শিরোপা জয়ে কিংবদন্তি রজার ফেদেরারের পাশেও নিজের নাম বসানোর সুযোগ তার সামনে। উইম্বলডনের ৮টি শিরোপা জিতে এখন সবার ওপরে আছেন ফেদেরার, জোকোভিচের উইম্বলডন শিরোপা ৭টি।

অন্যদিকে আলকারাজের সামনে টানা দ্বিতীয়বার উইম্বলডন জয়ের হাতছানি।

এসএস