আজ (শনিবার, ১৩ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ হাসিনা আন্তঃফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, 'যখন আমি সরকারে এসেছি, তখন থেকেই আমার প্রচেষ্টা বাংলাদেশ যেন খেলাধুলায় আরও এগিয়ে যায়। ছেলেমেয়েরা আরও বেশি মনোযোগী হয়। খেলাধুলা সবাইকে সুস্বাস্থ্যের অধিকারী করবে। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে। নিজেকে আরও উন্নত করার একটা চেতনা জাগ্রত হবে।'
কিনি বলেন, 'সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায় আমরা খেলার মাঠ করে দিচ্ছি। শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে করা হচ্ছে। অর্থাৎ উপজেলা পর্যায় পর্যন্ত সবসময় যেন একটা প্রতিযোগিতা চলতে থাকে খেলাধুলার।'
অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশ নেয়া সব দল প্রধানমন্ত্রীকে সম্মান জানান। বিজয়ী ইসলামী ব্যাংক ফুটবল দলকে ৩০ লক্ষ টাকা পুরস্কার, ট্রফি ও মেডেল তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।