২০৩০ সালের আগেই চীনা প্রযুক্তি ব্যবহার থেকে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ফাইভ জি'র অবকাঠামো তৈরিতে সরে আসতে হবে।
বার্লিন জানিয়েছে, একপাক্ষিক নির্ভরতা থেকে সরে আসতে চায় জার্মানি। দেশের জনগণের যোগাযোগ সুরক্ষার জন্য নেয়া হয়েছে এই পদক্ষেপ। চীন ও জার্মানি বিশ্বের দ্বিতীয় ও তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ।
আগে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সুসম্পর্ক থাকলেও ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ নেয়ায় চীনের সঙ্গে দুরত্ব বাড়ছে জার্মানির।