ফুটবল
এখন মাঠে
0

বুধবার কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা

বুধবার মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকার সেমিফাইনাল। প্রথমটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ে লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

ইউরো নাকি কোপা? কোন আসর সেরা? এ নিয়ে থাকতে পারে একাধিক যুক্তিতর্ক। তবে এবারের কোপায় সময় গড়ার সাথে সাথে ছড়িয়েছে নাটকীয়তা আর রোমাঞ্চ। এরই মধ্যে আসর থেকে ছিটকে গেছে একাধিক ফেভারিট দল। সেমিফাইনালে কারা খেলবে সেটাই এখন নিশ্চিত।

প্রথম সেমিফাইনালে আর্জেন্টিনা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে কানাডাকে। যদিও দুদল এরই মধ্যে গ্রুপপর্বে দেখা হয়েছে। সেখানে অবশ্য ২-০ গোলে জয়টা পেয়েছিল মেসির দল। স্ক্যালনির শিষ্যরা গ্রুপ সেরা হয়েই ওঠে কোয়ার্টার ফাইনালে। সেখানে অবশ্য ইকুয়েডরের বিপক্ষে মার্তিনেজের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুট আউটে।

অন্যদিকে, কানাডা অনেকটা অপ্রত্যাশিতভাবেই সেমিফাইনাল নিশ্চিত করে। ভেনেজুয়েলার বিপক্ষে সমতায় ম্যাচ শেষে করে পেনাল্টিতে তাদের হারায় কানাডা। ফলে সেমিফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও আলফোনসো ডেভিসদের সম্প্রতি পারফরম্যান্স চিন্তার কারণ হতে পারে আলবিসেলেস্তাদের। এছাড়া এখনো সেরা ছন্দে ফিরতে পারেনি দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। যেটা ভাবাতে পারে স্ক্যালোনিকে।

কোপায় দ্বিতীয় সেমিফাইনালে হাইভোলটেজ ম্যাচ দেখতে যাচ্ছে ফুটবল ভক্তরা। উড়তে থাকা কলম্বিয়া লড়বে উরুগুয়ের বিপক্ষে। দু'দলই গ্রুপসেরা হয়ে শেষ চার নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে পানামাকে কলম্বিয়া উড়িয়ে দিলেও ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়েছে সুয়ারেজ, ভালভার্দেরা। দ্বিতীয় সেমিতে দুদলের খেলোয়াড়ই আছে দারুণ ছন্দে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে দুদলকেই দিতে হবে কঠিন পরীক্ষা।

ইএ