এশিয়া
বিদেশে এখন
0

জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২ সেনার প্রাণহানি

ভারতের জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২ সেনার প্রাণহানি হয়েছে। পাল্টা হামলায় নিহত হয়েছেন সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, গেল শনিবার কুলগ্রাম অঞ্চলে এই হামলা হয়। জম্মু ও কাশ্মীরের দু'টি আলাদা জায়গায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছে- এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনারা।

আর সেখানেই সশস্ত্র গোষ্ঠীর গুলিতে তারা নিহত হন। নিহত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয় মোদেগাম গ্রামে। আর আরেক সেনা নিহত হন কুলগামের ফ্রিসালে।

সশস্ত্র ওই গোষ্ঠীর তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।

এসময় ভারতীয় সেনাদের গুলিতে সশস্ত্র গোষ্ঠীর ৪ সদস্য নিহত হয়। ঘটনাস্থল থেকে পালায় বাকি ৪ সদস্য। তবে গোলাগুলি চলতে থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।