বিদেশে এখন
0

হামাসের সঙ্গে আলোচনায় প্রতিনিধি পাঠাতে সম্মত ইসরাইল

বন্দি বিনিময়ের জন্য হামাসের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে ইসরাইল। দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ফোনালাপে এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে জানানো হয় গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অনেকটাই এগিয়েছে হামাস। শীঘ্রই যুদ্ধবিরতি চুক্তি নিয়ে বৈঠক হতে পারে কাতারের রাজধানী দোহায়।

এদিকে ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার নিহতের ঘটনায় বৃহস্পতিবার উত্তর ইসরাইলে দুইশতাধিক ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে নিহত হয়েছেন ১ জন ইসরাইলি। হামাস-ইসরাইল যুদ্ধের ২৭২তম দিনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়িয়েছে ৩৮ হাজার।