দেশে এখন , ক্রিকেট
এখন মাঠে
0

'ভুল সংবাদ প্রচার'-এ আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি তাসকিনের

সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপে ‘ঘুমকাণ্ড’ ও দলের বাসে উঠা নিয়ে মিডিয়া ও ক্রীড়া সাংবাদিকরা বেশিরভাগ সংবাদ ও তথ্য প্রচার করছে- তা গুজব আকারে ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তিনি জানান, ভবিষ্যতে আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো, যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।

আজ (বুধবার, ৩ জুলাই) দুপুরের দিকে সমসাময়িক ঘটনা নিয়ে তাসকিনের ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টে তিনি এসব কথা লিখেছেন।

‘ঘুমকাণ্ড’ ও দলের বাসে ওঠা প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আমি স্বাভাবিক সময়ের চেয়ে পরে উঠেছি। এর জন্য আমি ইতিমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।’

তিনি লিখেন, ‘আমি সকাল ৮টা ৩৭ মিনিটে ঘুম থেকে উঠেছিলাম। ৮টা ৪৩ মিনিটে লবিতে যাই এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯টায় হোটেল ছেড়েছি।’

তাসকিন লিখেছেন, ম্যাচ টসের ২০ মিনিট আগে ৯টা ৪০ মিনিটে স্টেডিয়ামে যাই। ১০টা ১৫ মিনিটে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়।

তিনি জানান, সময়মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত ও এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না  বলেও দাবি করে পেসার তাসকিন।

তাসকিন বলেন ,‘এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার বা মুদ্রণ করছে। যাচাই না করে জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে আমার  ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

ইএ