মুদ্রাবাজার
অর্থনীতি
0

৩৮ বছরের সর্বনিম্ন অবস্থানে জাপানের মুদ্রা ইয়েন

৩৮ বছরের সর্বনিম্ন অবস্থানে পৌঁছেছে আন্তর্জাতিক মুদ্রাবাজারের অন্যতম প্রধান মুদ্রা, জাপানের ইয়েন। প্রতি মার্কিন ডলারের বিপরীতে মিলছে ১৬১ ইয়েন।

শেষবার ১৯৮৬ সালের ডিসেম্বরে এতোটা দুর্বল হয়েছিল ইয়েন। গতকাল (বৃহস্পতিবার, ২৭ জুন) এক ডলারের ১৬০-এ নামে ইয়েনের বিনিময়মূল্য।

গেলো মার্চ মাসে জাপানের কেন্দ্রীয় ব্যাংক ঋণাত্মক সুদ হার নীতির অবসান ঘটানোর পর থেকেই কমতে শুরু করে ইয়েনের মান। বর্তমানে জাপানে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার শূন্য থেকে শূন্য দশমিক এক শতাংশ। যেখানে যুক্তরাষ্ট্রে এ হার সোয়া পাঁচ থেকে সাড়ে পাঁচ শতাংশ।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর