দেশে এখন
0

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজট

একাধিক দুর্ঘটনা, গাড়ি বিকল ও অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

আজ (রোববার, ২৩ জুন) দুপুরের পর থেকে কালিহাতীর পৌলি থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত প্রায় ১৭ কিলো‌মিটার সড়কে যানজট শুরু হয়। এতে মানুষ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আধাঘণ্টা সড়ক যেতে সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা।

নাটোর থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের চালক রুস্তম মিয়া বলেন, 'বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে এলেঙ্গা পর্যন্ত আসতে সময় লাগে সর্বোচ্চ ১৫ মিনিট। আজকে দুপুরের পর সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। এতে আমার গাড়িতে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।'

বগুড়ার মাইক্রোবাসের চালক হুমায়ূন শেখ বলেন, 'ঈদের আগের দিনও এই মহাসড়কে প্রায় ৩ ঘণ্টার মতো যানজটে ভোগান্তি পোহাতে হয়েছে। আজকেও যানজটে কষ্ট হচ্ছে। পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন করলে চালকরা এলোমেলো গাড়ি চালাতে পারতো না, এতে যানজট হতো না।'

এলেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে ও প‌রিবহনের চাপ থাকায় ধীরগ‌তিতে চলাচল করছে। তবে বা‌কি সড়কে স্বাভা‌বিক গ‌তিতে চলাচল করছে পরিবহনগু‌লো।'

ইএ